১৮ ঘণ্টার লড়াইয়ে নিহত পুলওয়ামা হামলার মাষ্টার মাইন্ড কামরান সহ ৩ জঙ্গি, শহিদ সেনা জওয়ান সহ ৫

jkজাতীয় ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী ৷৷ শেষ হল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গির গুলির লড়াই। ১৮ ঘণ্টা পর পুলওয়ামায় শেষ হল জঙ্গিদের সাথে সি আর পি এফ, সেনা ও পুলিসের যৌথ বাহিনীর লড়াই। সোমবার এই সেনা-জঙ্গি সংঘর্ষে পুলওয়ামা জঙ্গি হামলার মাষ্টার মাইন্ড জইশ কমান্ডার আবদুল রশিদ গাজি ওরফে কামরান সহ ৩ জঙ্গি নিহত হয়েছে। তবে এই সংঘর্ষে ভারতীয় সেনার এক মেজর, তিন জওয়ান সহ মোট পাঁচজন শহিদ হন। যার মধ্যে একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন বলে খবর। এদিনের অভিযানে আহত হন পুলিস এবং যৌথ বাহিনীর নানা স্তরের অফিসার-জওয়ান। শহিদ হন মেজর বিভূতি শঙ্কর ধৌণ্ডিয়াল, হাবিলদার শিউ রাম, সিপাহি অজয় কুমার এবং হরি সিং। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মাঝরাত থেকেই সেনার কাছে খবর আসে পুলওয়ামার পিংলান গ্রামে লুকিয়ে রয়েছে দুই থেকে তিন জন জঙ্গি। জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে ঘিরে ফেলে রাতভর চলে গুলির লড়াই। নিহত হয় পুলওয়ামার সি আর পি এফ কনভয়ে হামলার মূল দুই পাণ্ডা। এই কামরানই অবন্তীপোরায় সেনা কনভয়ে আইইডি হামলার মূল চক্রী। নিহত মাসুদ ঘনিষ্ঠ আরও এক জঙ্গি জাহিদ রশিদ। এমনটাই নিশ্চিত করেছে জম্মু-কাশ্মীর পুলিস।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*