আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ পিস্তল সহ গ্রেপ্তার এক যুবক। ঘটনা সোমবার আমবাসা রেল স্টেশনে। জানা যায়, এদিন সন্ধ্যায় রেলওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমবাসা রেল স্টেশন থেকে সুমন চাকমা (১৯) নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে একটি ৯ এম এম পিস্তল উদ্ধার করা হয়। জানা যায়, আটক যুবকে গোমতী জেলার শিলাছরি এলাকার প্রয়াত প্রতাপ চাকমার পুত্র।