আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ ফের শহর ও শহরতলিতে চালু হতে চলেছে টাউন বাস। জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যে রাজধানী আগরতলা এবং আগরতলা শহরতলির বিভিন্ন রুটে টাউন বাস চালু হবে। জানা গেছে, সকাল প্রায় ৬টা থেকে রাত প্রায় ৯টা ৩০ মিনিট পর্যন্ত কিছু সময় অন্তর অন্তর একটানা শহরে টাউন বাস চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জানা গেছে, এই টাউন বাস পরিষেবা চালু করার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা সড়ক পরিবহণ দপ্তরের (টি আর টি সি) উপর। শহরে টাউন বাস পরিষেবা চালু হলে যাত্রী দুর্ভোগের অবসান ঘটবে বলাই বাহুল্য।