আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা হাই কোর্টে বড়সড় ধাক্কা খেলো রাজ্যের একটি বড় শপিং মল ‘বিগ বাজার’ এবং একটি তিন তাঁরা বিশিষ্ট হোটেল ‘সোনার তরী’। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিগ বাজার এবং সোনার তরী হোটেল বন্ধের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাই কোর্ট। সোনার তরী হোটেলের আবাসিকদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে হোটেল খালি করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা হাই কোর্টের তরফ থেকে নলে জানা গেছে। জানা যায়, মঙ্গলবার ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি অরিন্দম লোধকে নিয়ে গঠিত ডিভিসনাল বেঞ্চ এই রায় দেয়। জানা যায়, আগরতলার এই দুটি বিল্ডিং এর প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। বিচারপতিরা তাদের রায়ে বলেছেন, অগ্নি নির্বাপক দপ্তর থেকে যতদিন পর্যন্ত নো অবজেকশন সার্টিফিকেট (এন ও সি) না আনতে পারবেন ততদিন বন্ধ থাকবে এই বিগ বাজার এবং সোনার তরী হোটেল।