আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী ৷৷ মহাত্মা গান্ধির ১৫০তম জন্মদিন উপলক্ষ্যে দিল্লীর রাজঘাট থেকে যাত্রা শুরু করে তিন দেশীয় কার র্যালি। এই কার র্যালি বাংলাদেশ হয়ে মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এসে পৌছায়। এদিন বিকেলে আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোষ্ট দিয়ে রাজ্যে প্রবেশ করলে সীমান্তে তাদের গত জানাতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা।
বুধবার আগরতলা থেকে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই তিন দেশীয় কার র্যালি। এদিন রাজ্য অতিথিশালা থেকে পতাকা নেরে তিন দেশীয় কার র্যালি যাত্রার শুভ সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। জানা যায়, আগামী ২৪শে ফেব্রুয়ারী মায়ানমারে গিয়ে শেষ হবে র্যালি।