আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী ৷৷ খয়ারপুরের তুলাকোনায় মেগা ফুড পার্কার উদ্বোধন করে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অর্থানুকূল্যে নির্মিত ত্রিপুরা মেগা ফুড পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাদভি নিরঞ্জন জ্যোতি। বুধবার এই ফুড পার্কটি উদ্বোধন করে মূখ্যমন্ত্রী বলেন, এই পার্কটি উত্তর-পূর্বাঞ্চলে প্রথম। তিনি বলেন, রাজ্যে হপ্তা বাণিজ্য কোন ভাবেই বরদাস্ত করা হবে না সরকার। যারা হপ্তা বাণিজ্যের আশায় আছেন, তারা ত্রিপুরা ছেড়ে যেতে পারেন বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাদভি নিরঞ্জন জ্যোতি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি-আই পি এফ টি সরকারের সময়ে রাজ্যের আইনশৃঙ্খলার প্রভূত উন্নতি হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, টি আই ডি সি-র চেয়ারম্যান টিংকু রায় প্রমুখ। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী পার্ক চত্বরে নির্মিত ত্রিপুরার সর্ব উচ্চ ১০৩ দশমিক ৬ ফুট উচু জাতীয় পতাকা উত্তোলন করেন।