আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ৷৷ আগামী ৫ই মার্চের মধ্যে রাজ্যের মোটর চালিত রিক্সা থেকে ব্যাটারি এবং মোটর খুলে নেবার জন্য অনুরোধ জানিয়েছে আগরতলা পুর নিগম। যে সমস্ত প্যাডেল রিক্সায় মোটর এবং ব্যাটারি লাগানো আছে, অবিলম্বে প্যাডেল রিক্সা থেকে মোটর এবং ব্যাটারির তার ছিন্ন করার জন্য গত ১৯শে ফেব্রুয়ারী, ২০১৯ (মঙ্গলবার) ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় ক্যারল এক আদেশনামা জারি করেন। সেই সঙ্গে প্রধান বিচারপতি এস পি ট্রাফিক, জেলা শাসক, পরিবহণ দপ্তর এবং আগরতলা পুর নিগমকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। জানা যায়, আইনজীবী অর্ণব রায় রাজ্যের মোটর চালিত রিক্সা নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানীর জন্য মামলাটি উঠেছিল।
পরে আগরতলা পুর নিগমের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানান, আগামী ৫ই মার্চের মধ্যে রাজ্যের মোটর চালিত রিক্সা থেকে ব্যাটারি এবং মোটর খুলে নিতে। এই সময় সীমার পর শহরে আগরতলা পুর নিগম, ত্রিপুরা ট্রাফিক পুলিশ এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযান করা হবে এবং ব্যাটারি এবং মোটর খোলা না হলে রিক্সা জব্দ করা সহ শাস্তি হতে পারে বলে জানিয়েছে আগরতলা পুর নিগম।