বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ ফেব্রুয়ারী ৷৷ ফের যান দুর্ঘটনায় আহত এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গার্দ্দাং বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বিলোনীয়া মহকুমার মাইছড়া এলাকার বাসিন্দা জিবন বৈদ্য নামে এক যুবক টি আর ০৭ বি ৪৫৮৮ নম্বরের বাইকে করে শান্তিরবাজার থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গার্দ্দাং বাজার সংলগ্ন এলাকায় পৌছুতেই গার্দ্দাং থেকে শান্তিরবাজার যাবার পথে একটি অটো তার বাইকে সজোরে ধাক্কা দেয়। এতে জিবন বৈদ্য বাইক থেকে ছিটকে পরে যায় এবং আহত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহত যুবককে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে জিবন বৈদ্য শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজারের পুলিশ কর্মীরা।