সমস্যায় জর্জরিত শান্তিরবাজার রেল স্টেশন

rlবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ ফেব্রুয়ারী ৷৷ বিভিন্ন সমস্যায় জর্জরিত শান্তির বাজার রেল স্টেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুভ শূচনা হয়েছিল গর্জী-বিলোনীয়া যাত্রীবাহী রেল পরিষেবা। এরই সুবাদে শান্তিরবাজারের লোকজন পেয়েছে রেল পরিষেবা। গর্জী থেকে বিলোনীয়া যাবার পথে মর্ধবর্তী রেল স্টেশন হলো শান্তিরবাজার রেল স্টেশন। উদ্বোধনের পর থেকেই আগরতলা থেকে বিলোনীয়া প্রতিনিয়ত রেল যাতায়ত করে। কিন্তু এই রেল পরিষেবা সঠিক ভাবে নিতে পারছেনা শান্তিরবাজারের লোকজন। এর প্রধান কারন হলো শান্তিরবাজার রেল স্টেশনে জাতায়তের জন্য সঠিক কোনো রাস্তা নির্ধারন করা হয়নি। বনে জঙ্গলের মধ্যদিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাত্রীদের কষ্টের মধ্যদিয়ে রেল স্টেশনে যেতে হয়। এর ফলে যাত্রীদের পাশিপাশি অটো চালকদেরও সমস্যার সন্মুখিন হতে হয়। অপরদিকে শান্তিরবাজার রেল স্টেশনে যাবার জন্য এখনো কোনো যানবাহন পরিষেবা শুরু হয়নি। যাত্রীদের গাড়ী রিজার্ভ করে রেল স্টেশনে যেতে হয়। এই ব্যাপারে শান্তিরবাজারের লোকজন পরিবহন দপ্তরের হস্তক্ষেপ চাইছেন। শান্তির বাজারের লোকজনদের দাবী পরিবহন দপ্তর যেন সঠিক ভারা নির্ধারন করে রেল স্টেশনে যাতায়তের জন্য যানবাহন পরিষেবা শুরু করেন। অপরদিকে শান্তির বাজার রেল স্টেশনে বিশুদ্ধ পানিয় জলের ব্যবস্থা নেই। নেই কোনো সুলভ শৌচাগার। রেল স্টেশনে যাত্রীদের সচেতন করার জন্য নেই কোনো পুলিশ কর্মী। রেল আসার সময় যাত্রীদের অসাবধনতার কারনে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশাব্যক্ত করেন অভিঞ্জ মহল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*