আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ৷৷ অষ্টম শ্রেনী উত্তীর্ণ হলেই নিরাপত্তা বাহিনীর কাজে যোগ দিতে পারবেন রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতি অংশের ছেলে-মেয়েরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে আহুত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের তফশিলি জাতি এবং উপজাতি অংশের মানুষদের একটা বড় অংশ মাধ্যমিক পাশ না। কিন্তু কেন্দ্রীয় সরকার অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিল নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে গেলে মাধ্যমিক পাস অত্যাবশ্যক। ফলে রাজ্যের তফশিলি জাতি এবং উপজাতি অংশের ছেলে মেয়েরা নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে সামস্যায় পড়ছিলেন। এনিয়ে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বলেছিলেন কিছুটা ছাড় দেওয়ার জন্য। অবশেষে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতি অংশের ছেলে-মেয়েদের শিক্ষাগত যোগ্যতার শীথিলিকরণের কাগজে স্বাক্ষর করেছেন বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এর ফলে অষ্টম শ্রেনী উত্তীর্ণ হলেই নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে পারবেন রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতি অংশের ছেলে মেয়েরা। এই ছাড়ের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে ধন্যবাদ জানিয়েছেন।