বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ ফেব্রুয়ারী ৷৷ ফের রাতের আধারে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। বৃহস্পতিবার গভির রাতে শান্তির বাজার মহকুমার অন্তর্গত লক্ষীছড়া বাজারে এক রাবার দোকানে চুরি সংগঠিত করলো চোরের দল। রাবার দোকানদার সঞ্জীব বৈদ্য সংবাদ মাধ্যমের সামনে জানান, এই পর্যন্ত উনার দোকানে তিন বার চুরি হয়েছে। এদিন গভীর রাতে উনার দোকান থেকে ৫৫০ কেজি রাবার নিয়ে চলে গেছে চোরের দল। এই রাবারের বাজার মূল্য আনুমানিক ৫৯ হাজার টাকা বলে জানান দোকানের মালিক সঞ্জীব বৈদ্য। পূর্বে এই বাজারে অনেক দোকান চুরি হয়েছে। এই চুরি কান্ড নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে চাপা ক্ষোভ বিরাজমান ব্যাবসায়ী মহলে বলে জানা যায়।