বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ ফেব্রুয়ারী ৷৷ এবার ধর্ষনের স্বীকার ৫ বছরের ছোট্ট শিশু। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক জাঙ্গালীয়ায়। জানা যায়, শুক্রবার ঐ এলাকার ৫ বছরের একটি শিশুর সাথে এই কুকাজে লিপ্ত হয় এলাকারই বাসিন্দা স্বর্গীয় জগদীশ ভৌমিকের ছেলে যুবক মানিক ভৌমিক (২১)। জানা যায়, শিশুটি প্রতিদিন গরুর দুধ নেবার জন্য মানিক ভৌমিক এর বাড়ীতে যায়। মানিক ভৌমিক বাড়ীর একাকৃত্বের সুযোগ নিয়ে ছোট্ট শিশুটিকে ধর্ষন করে বলে অভিযোগ। পরবর্তী সময় শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ীতে ফিরে গিয়ে তার মার কাছে সম্পূর্ন ঘটনাটি তুলে ধরে। সম্পূর্ন ঘটনা জানার পর ছোট্ট শিশুটির অভিবাবক দোষীর উপযুক্ত শাস্তীর দাবিতে জোলাইবাড়ী ফাঁড়ী থানার দারস্ত হন। অভিবাকের পক্ষ থেকে অভিযোগ পেয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ ও বাইখোড়া থানার পুলিশের যৌথ অভিযানে মানিক ভৌমিককে গ্রেপ্তার করেন। পরবর্তী সময় ছোট্ট শিশুটিকে ও মানিক ভৌমিককে মেডিকেল করাবার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।