গোপাল সিং, খোয়াই, ২৩ ফেব্রুয়ারী ৷৷ শুরু হল তিন দিনব্যাপী জেলা ভিত্তিক কিষান মেলা। শনিবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন কৃষি প্রযুক্তি সঞ্চালক সংস্থা আত্মার কৃষি এবং রাজ্যের কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক প্রশান্ত দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী বলেন, কৃষকদের উন্নয়নের মাধ্যমে রাজ্যের উন্নয়ন করতে আগ্রহী রাজ্য সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্যের সংশ্লিষ্ট ৬২ হাজার ১৯৮ পরিবারের কাছে প্রথম কিস্তির ২ হাজার টাকা পৌঁছে গিয়েছে।
এদিন মেলায় তিনজন শ্রেষ্ঠ কৃষককে পুরস্কৃত করা হয়। তাছাড়াও পাঁচটি কৃষক ক্লাবের প্রতিনিধিদের হাতে ৯ লক্ষ ৫০ হাজার টাকার কৃষি সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।