আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী ৷৷ মেয়েদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচীর সুচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার রাজধানীর মহারানী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সাইকেল বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক আশিষ কুমার সাহা প্রমুখ। এদিন অনুষ্ঠান শেষে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন মুখ্যমন্ত্রী। জানা যায়, রাজ্যের বিভিন্ন স্কুলের নবম শ্রেনীর ছাত্রীদের সাইকেল প্রদান করবে রাজ্য সরকার। এদিন ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিতে গিয়ে সাইকেলে চাপেন খোদ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীও।