আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী ৷৷ এখন থেকে বিনামূল্যে রক্ত, মল ও মুত্র পরীক্ষা ব্যবস্থা মিলবে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। শনিবার রাজধানীর আই জি এম হাসপাতালে এই পরিষেবার সুচনা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। জানা যায়, এখন থেকে আই জি এম হাসপাতাল সহ রাজ্যের ১২টি মহকুমা হাসপাতাল এবং ৬টি জেলা হাসপাতালে মিলবে বিনামূল্যে রক্ত, মল, মুত্র পরীক্ষার সুযোগ। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজৎ সিনহা, বিধায়ক সুশান্ত চৌধুরী প্রমুখ। বিনামূল্যে এই পরিষেবা সকলেই নিতে পারবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।