গোপাল সিং, খোয়াই, ২৩ ফেব্রুয়ারী ৷৷ দেশবিরোধী মন্তব্য করা সহ পাকিস্তান প্রীতি দেখানোয় গ্রেপ্তার হল রাজ্যের এক যুবক। জানা যায়, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে সি আর পি এফ কনভয়ে জঙ্গীরা হামলার পর ফেসবুকে দেশবিরোধী স্ট্যাটাস দেবার অভিযোগে শনিবার প্রমেশ দেববর্মা নামে রাজ্যের এক যুবককে কর্ণাটকের মাইসোর শহর থেকে গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশ। সে মাইসোরের একটি হোটেলে কাজ করত বলে জানা যায়। জানা যায়, প্রমেশ দেববর্মার বাড়ী খোয়াইয়ের সোনাচরন পাড়াতে। প্রমেশ দেববর্মার বিরুদ্ধে অভিযোগ পেয়ে গত ১৯শে ফেব্রুয়ারী রাজ্য পুলিশের একটি দল ব্যাঙ্গালুরুতে যায়। সেখানে কর্ণাটক পুলিশের সাহায্য নিয়ে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবারই তাকে আদালতে তোলা হয়। জানা যায়, রবিবার তাঁকে রাজ্যে নিয়ে আসা হচ্ছে।