আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। পিছিয়ে নেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও। সোমবার রাজধানী আগরতলা শহরে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন তিন দফা দাবিতে রাজভবন অভিযান করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন রাজধানীর কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস এর সামনে এসে জড়ো হয়। কৃষক, যুবক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ মুকুব করার দাবিতে এদিনের রাজভবন অভিযানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা নানা বাহো পাটলি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা কংগ্রেস সর্বভারতীয় সম্পাদক প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায় প্রমুখ।