
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী ৷৷ সোমবার ত্রিপুরা বিধানসভার শীতকালীন বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পেশ করা হয়। এবারের বাজেটকে জনমুখী ও কল্যাণমুখী বলে আখ্যায়িত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের বাজেটে রাজ্যের সাধারণ মানুষের অবস্থার উন্নতির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বাজেটে অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা জানান, কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্মার্ট ফোন বিতরনের জন্য স্মার্ট ফোন ক্রয়ের প্রক্রিয়া চলছে। রাজ্যে আইনশৃঙ্খলার উন্নতিতে আরও দুটি নতুন ব্যাটেলিয়ান খোলা হচ্ছে। এইসব ব্যাটেলিয়ানে মহিলাদের জন্য ১০ শতাংশ রাখা হয়েছে। নবম শ্রেণির ৩০ হাজার ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে। শিক্ষক প্রশিক্ষণ কোর্স করার জন্য ৫ হাজার তরুণ-তরুণীকে সরকার ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। রাজ্যের হাসপাতালগুলোতে বিনামূল্যে বিভিন্ন ধরনের রোগ পরীক্ষা সহ সমস্ত রোগীদের বিনামূল্যে ডায়ালিসিস করার ব্যবস্থা চালু হয়েছে। নার্সিং, প্যারা মেডিকেল ও বি এড কোর্সের ৩৪০ জন ছাত্র-ছাত্রীকে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্যের রেশন শপগুলোতে ৪০ টাকা কেজি দরে ডাল বন্টন চালু হয়েছে। ৬০ হাজার পরিবারকে বিনামূল্যে ২০ কেজি করে অতিরিক্ত চাল প্রদান করা হচ্ছে। রাজ্যে কৃষকদের কাছ থেকে প্রথমবারের মতো ধান ক্রয় করা হচ্ছে। রাজ্যে কৃষকদের ৬ হাজার টাকা করে বছরে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে বলে ত্রিপুরা বিধানসভার শীতকালীন বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে জানান রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা।