বিধানসভার বাজেট অধিবেশনে ঘাটতিহীন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী

ছবি- তথ্য দপ্তর।
ছবি- তথ্য দপ্তর।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী ৷৷ করহীন এবং ঘাটতিহীন বাজেট পেশ করা হয়। সোমবার ত্রিপুরা বিধানসভার শীতকালীন বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এদিন রাজ্যে ২০১৯-২০ অর্থবছরের জন্য ১৭ হাজার ৫৩০ দশমিক ৪৬ কোটি টাকার বাজেট পেশ করা হয়। এদিনের বাজেটে বাড়ানো হয়েছে সামাজিক ভাতার অর্থ। সামাজিক ভাতার অর্থ ৭০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ হাজার টাকা।

এদিন বিধানসভার শীতকালীন বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা তথ্য দিয়ে জানান, রাজ্যের শিক্ষা খাতে ৩,৭৪২.৮২ কোটি টাকা, আর্থিক খাতে ৪,০০৬.১৬ কোটি টাকা, গৃহ মন্ত্রণালয় খাতে ১,৫১৮.৪৭ কোটি টাকা, জনজাতি কল্যাণ খাতে ৪৫৮.৩৪ কোটি টাকা, অর্থ খাতে ২৩৩.৭ কোটি টাকা, পূর্ত খাতে ১,৫২৪.৭২ কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৯৬৪.৪৫ কোটি টাকা, কৃষি খাতে ১,০০৪.১৫ কোটি টাকা, বিদ্যুৎ উন্নয়ন খাতে ২৮.৪২ কোটি টাকা, পরিকল্পনা খাতে ৩৩.৬৮ কোটি টাকা এবং অন্যান্য খাতে ১,৯৩১.৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*