জাতীয় ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী ৷৷ পুলওয়ামার হামলার বদলা নিলো ভারতীয় বায়ুসেনা। ভারতীয় সীমান্তের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে ১০০০ কেজির চরম ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরণ ঘটাল ভারত। মঙ্গলবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালকোটে ভোর রাত ৩:৩০ মিনিট নাগাদ এই হামলা চালিয়েছে ভারতীয় বায়ু সেনা। এতে বালাকোটে জইশের প্রধান ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। জানা গেছে, ১২টি মিরাজ যুদ্ধ বিমান নিয়ে প্রায় ১০০০ কেজি বিস্ফোরক পাকিস্তানের মাটিতে ফেলে আসে বায়ুসেনার যুদ্ধ বিমান মিরাজ ২০০০। পাকিস্তানের বালাকোট, চাকোটি, মুজাফরাবাদের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ওই ঘাঁটিতে ৩০০-র বেশি জঙ্গি ছিল। কিন্তু ঠিক কতজন নিকেশ হয়েছে তাঁর সঠিক তথ্য পাওয়া যায়নি । ধ্বংস করা হয়ছে ২০০টির বেশি এ কে রাইফেল, অসংখ্য হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক ও ডিটোনেটর। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের কন্ট্রোলরুমও বলে সূত্রের দাবি।