আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী ৷৷ পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ু সেনার বিমান হামলা চালিয়ে জঙ্গী ঘাঁটি ধ্বংস করে বদলা নেওয়ায় দেশের বিভিন্ন জায়গায় আনন্দে মেতে উঠেন ভারতবাসী। ভারতীয় বায়ুসেনা মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলিতে মিরাজ ২০০০ ফাইটার বিমানের সাহায্যে হামলা চালায়। প্রত্যাঘাতের আনন্দে গোটা দেশে বাজি পুড়িয়ে জাতীয় পতাকা নাড়িয়ে মোদীর গুণগান প্রাচার করা সহ শুভেচ্ছা জানান বিজেপি কর্মী সমর্থকরা। পিছিয়ে নেই রাজ্যও। এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র কর্মকর্তারা আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপি সদর কার্যালয়ের সামনে রাস্তায় নেমে বাজি পুড়িয়ে জাতীয় পতাকা নাড়িয়ে আনন্দে মেতে উঠেন। সেখান থেকে বিজেপি নেতা কর্মীরা শ্লোগান তুলে ‘ভারত মাতা কি জয়, পাকিস্থান মুর্দাবাদ’।