এবার লড়াই হবে ‘ধোনি-কোহলির’

msdআহত হওয়ার কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন ভারতের সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ধোনির অনুপস্থিতে কপাল খুলেছিল বিরাট কোহলির। অসিদের বিরুদ্ধে প্রথম টেস্ট হারলও যৌগ্যতার প্রমাণ মোটেও কম দেখান নি কোহলি।

অধিনায়কের যে গুন থাকা প্রয়োজন তার শতভাগ মেলে ধরেছেন কোহলি। একটি টেস্টের দুই ইনিংসেই পেয়েছেন সেঞ্চুরি। কিন্তু এর পরেও মাহেন্দ্র সিং ধোনির ফিরে আসায় দলের নেতৃত্ব হারিয়ে হতাশ হলেন কোহলি।

তবে বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, ধোনি সফল না হলে কোহলিই অধিনায়কের যায়গায় আবার আসীন হতে পারেন। আর সে কারণে কোহলিকে টপকানোর পারফর্ম করে দেখাতে হবে ধোনিকে।

বুধবার অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে আবারও দলে ফিরছেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক।

তবে এবার আঙ্গুলের ইনজুরি থেকে মুক্ত হয়ে মাঠে ফিরছেন তিনি। ব্রিসবেনে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া দলকে নেতৃত্ব দেয়ার জন্য মাঠে নামবেন ভারতীয় এই অধিনায়ক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*