আসছে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের আলো ঝলমলে মূহুর্ত। আর এর উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে নিজেদের বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায় নিউজিল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপের সহ আয়োজক দেশটি ১২ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে করতে যাচ্ছে অসাধারণ এক অনুষ্ঠান। সেখানে সঙ্গীত তারকা হেইলি ওয়েস্টানরা, সলথ্রিমিও গান গাইবেন।
আলোর বহুমুখী ব্যবহারে আলোকিত হবে চারদিক। নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বড় আতসবাজির অনুষ্ঠানও হবে এটি। আরেক আয়োজক অস্ট্রেলিয়ার উদ্বোধনী ভেন্যু মেলবোর্ন এবং আয়োজক সব ভেন্যু ভিডিওর মাধ্যমে যোগ দেবে অনুষ্ঠানটিতে।
জনসাধারাণের জন্য উস্মুক্ত থাকবে ক্রাইস্টচার্চের অনুষ্ঠান। সারা বিশ্বে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি। নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি, স্টিফেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালামের মত ক্রিকেট গ্রেটরাও থাকবেন আয়োজনে।
২০১৫ বিশ্বকাপের প্রধান নির্বাহী ধেরেসে ওয়ালশ জানিয়েছেন এই তথ্যাবলী। ১২ তারিখে ওই অনুষ্ঠানের দুদিন পর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ভেন্যু কাছেরই হ্যাগলি ওভাল।
নিউজিল্যান্ডের প্রধান মন্ত্রী জন কি বিশ্বকাপ ও উদ্বোধনী অনুষ্ঠানকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন। এবারের বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নিজের কৃষ্টি ও রুচিবোধকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান।
জনকি এবারের বিশ্বকাপ আয়োজনকে সে হিসাবেই বড় একটা সুযোগ হিসেবে দেখছেন। যে সুযোগে পৃথিবীর সামনে তুলে ধরা যাবে নিউজিল্যান্ডকে।