পুলিশের গাড়ির চাপায় নিহত ৩ পথচারী, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের গণহারে লাঠি চার্জ, শূন্যে গুলি উদয়পুরে

Untitled-11

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই/(NUT) : শনিবার সাত-সকালেই পুলিশের গাড়ির চাপায় নিহত হল ৩ পথচারী। এই ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর শহরে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দেয়। নিহত ৩ পথচারীর নাম লক্ষী সাহা (৩৫), গৌরী সাহা (৩৬) ও দেবাশিষ দেব (৩২)।
ক্ষুদ্ধ ও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও টি এস আর জওয়ানরা উদয়পুর শহরজুড়ে উন্মক্ত তান্ডব চালায়। শুরু হল উত্তেজিত জনতার উপর পুলিশ ও টি এস আর-এর গণহারে লাঠি চার্জ, ইট-পাটকেল ছুড়া, এমনকি শূন্যে গুলিও।

Untitled-13
পুলিশি এই সন্ত্রাসে আহত ১০ জনেরও বেশী নিরপরাধ নাগরিক। গুরুতর আহতদের জিবি হাসপাতালে রেফার করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে উদয়পুর শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। শহর ও শহরতলীতে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ। উদয়পুর শহরে অঘোষিত ভাবে কারফিউও জারি করা হয়েছে। গৃহবন্ধী করে রাখা হয়েছে উদয়পুর শহরবাসীকে। উদয়পুর শহরের পথ ঘাট একেবারে জন শূন্য।

Untitled-12
স্থানীয় লোকজনদের অভিযোগ পুলিশের গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল। গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন উদয়পুর শহরবাসী।

Untitled-8 Untitled-10
সুমন ঘোষের তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share