নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই/(NUT) : শনিবার সাত-সকালেই পুলিশের গাড়ির চাপায় নিহত হল ৩ পথচারী। এই ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর শহরে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দেয়। নিহত ৩ পথচারীর নাম লক্ষী সাহা (৩৫), গৌরী সাহা (৩৬) ও দেবাশিষ দেব (৩২)।
ক্ষুদ্ধ ও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও টি এস আর জওয়ানরা উদয়পুর শহরজুড়ে উন্মক্ত তান্ডব চালায়। শুরু হল উত্তেজিত জনতার উপর পুলিশ ও টি এস আর-এর গণহারে লাঠি চার্জ, ইট-পাটকেল ছুড়া, এমনকি শূন্যে গুলিও।
পুলিশি এই সন্ত্রাসে আহত ১০ জনেরও বেশী নিরপরাধ নাগরিক। গুরুতর আহতদের জিবি হাসপাতালে রেফার করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে উদয়পুর শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। শহর ও শহরতলীতে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ। উদয়পুর শহরে অঘোষিত ভাবে কারফিউও জারি করা হয়েছে। গৃহবন্ধী করে রাখা হয়েছে উদয়পুর শহরবাসীকে। উদয়পুর শহরের পথ ঘাট একেবারে জন শূন্য।
স্থানীয় লোকজনদের অভিযোগ পুলিশের গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল। গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন উদয়পুর শহরবাসী।