ঢাকা, ১৬ ডিসেম্বর ।। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ৪৩ বছর পূর্তিতে কোটি কণ্ঠে গাওয়া হলো জাতীয় সংগীত “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”।
মঙ্গলবার বাংলাদেশের সময় বিকাল ৪টা ৩১ মিনিটে সারা বিশ্বে কোটি মানুষ একসাথে গেয়ে ওঠে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
আজকের এই ঘটনাটি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের সেই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণ করিয়ে দেয়, যেদিন যৌথবাহিনীর কাছে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। সেদিন বিকাল ৪টা ৩১ মিনিটে পাক বাহিনী আত্মসমর্পণ করেন।
বাংলাদেশের স্বাধীনতার ৪৩ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ঠিক একই সময় বিশ্বের কোটি কোটি বাংলাদেশি গাইলেন জাতীয় সংগীত।
বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় বিজয় উদযাপন কমিটির আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টা ৩১ মিনিটে রাজধানীর সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। সারা বিশ্বের বাংলাদেশিরা একই সাথে গাইলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।