কলকাতা, ১৬ ডিসেম্বর ।। আজ আদালত পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে আরও ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল। আদালতে আজ তাঁর বিরুদ্ধে আরও কিছু তথ্য প্রমাণ পেশ করেছেন সিবিআই-এর আইনজীবী। তবে মন্ত্রীর ভয়েস রেকর্ডিং-এর আবেদন খারিজ করেছে আদালত।
মঙ্গলবার আদালতে মদন মিত্র পুরোপুরি বিস্ফোরক ছিলেন। বিচারপতির কাছে সিবিআইএ-র বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানান। পশ্চিমবঙ্গের পরিবহণ ও ক্রীড়ামন্ত্রী আদালতে দাঁড়িয়ে বলেন ‘আমি চোর না ডাকাত?’, ‘আমি সাইকোলজির পেশেন্ট’, ‘আমাকে মমতার নাম বলতে চাপ দেওয়া হচ্ছে’, ‘আমাকে মানসিকভাবে খুনের চেষ্টা করছে সিবিআই’।
গ্রেফতার হওয়ার পরেও মদন মিত্র দাবি করেছিলেন তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। সিবিআই-এর আচরণে তিনি দুঃখিত, জানিয়েছিলেন সেটাও। আজ, সুযোগ পেয়ে সিবিআই-এর বিরুদ্ধে আদালতে তাঁর সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন পরিবহণ মন্ত্রী।
চার দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর আজ আদালতে পেশ করা হয় মদন মিত্রকে। সিবিআই সূত্রে জানা গিয়েছিল, সারদা কেলেঙ্কারির তথ্য পেতে পরিবহণ মন্ত্রীকে দীর্ঘসময় হেফাজতে পেতে চায় তারা। আদালতে সেই আবেদনই জানান তাদের আইনজীবী।
অন্যদিকে, মদন মিত্রের আইনজীবীর দাবি, মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের সপক্ষে আদালতগ্রাহ্য কোনও তথ্যপ্রমাণ সিবিআইয়ের হাতে নেই। তথ্যপ্রমাণ জোগাড়ের পাশাপাশি, নিরাপত্তার দিকটিও মাথায় রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুগামীদের বেলাগাম উন্মাদনায় মদন মিত্রই আহত হতে পারেন বলে আশঙ্কা করেছিলেন তদন্তকারীদের।
তথ্য – জি নিউজ।