দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ ডিসেম্বর ।। বড়দের দেখে শিশুদের মধ্যেও যে ভয়ঙ্কর মানবিকতার জন্ম হচ্ছে তার বাস্তব ঘটনায় হাতচকিত রামচন্দ্রঘাটের মানুষ। জানা গেছে, খোয়াইয়ের রামচন্দ্রঘাটে শৈশবেই কলঙ্কের ঘটনায় ১৪ বছর বয়সী সুন্টু পালের লালসার শিকার হয়েছে ৯ বছরের কিশোরী প্রতিমা পাল, সম্পর্কে সুন্টু-প্রতিমা একঘরেরই শুধু নয় আন্মীয়তার সূত্রে আবদ্ধ। ১৪ বছর বয়সী সুন্টু ৯ বছরের কিশোরী প্রতিমাকে ফুল তোলার আছিলায় ডেকে নিয়ে লালসা পূরন করে। পরবর্তীতে ঘটনা প্রকাশ হতেই রামচন্দ্রঘাটে চাঞ্চল্য ছরিয়ে পরে সুন্টর কূ-কান্ডে মানুষ উত্তম মধ্যম দিতে চেষ্টা করে। সামাজিক ব্যধির এই জঘন্য কান্ডের শিকার ৯ বছরের প্রতিমা পালকে জিবি হাসপাতালে স্নানান্তরিত করা হয়েছে চলছে চিকিৎসা, সুন্টুকে পুলিশ নিয়ে যায়। দু’জনকেই মেডিকেল টেষ্ট করা হয়েছে। খোয়াইয়ের রামচন্দ্রঘাটের এই কলঙ্কের ঘটনায় প্রমানিত ব্যভিচার সংক্রামিত শিশুর শৈশব।