নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর ।। শহর জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে খাসের জায়গায় বসবাসকারিদের উচ্ছেদে তৎপর হয়েছে প্রশাসন। মঙ্গলবার, কুমারিটিলায় সরকারি জায়গায় যারা বসবাস করছে সেইসব অবৈধ বসত বাড়ির জায়গা দখল মুক্ত করার কাজে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসন, পুর টাস্ক ফোরস সঙ্গে বিশাল T.S.R. বাহিনী অংশ নেয়। জায়গা মুক্ত করার নোটিশ দিয়ে সময় দেয়নি বসবাসকারিদের, এই সময়ে এত গুলি পরিবার কথায় যাবে বলে জানায় এলাকার মানুষ। ফলে প্রশাসনের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়ে সাধারন মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিরোধীদলনেতা সুদীপ রায়বর্মণ। তিনি প্রশাসনের সাথে কথা বলে কিছু সময় চেয়ে নেয়। সব মিলিয়ে কুমারীটিলা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।