চীন, ১৭ ডিসেম্বর ।। চীনে এক নারী তাঁর স্বামীর চিকিৎসার খরচ জোগাতে তাঁদের একটি মেয়েশিশু বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন বেরিয়েছে।
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, দেশটির ফুঝাউ শহরে এ দৃশ্য দেখা গেছে।
নি কিওং নামের ওই নারীর ভাষ্য, ‘তাঁর স্বামী ঝাউ গুইশিং কাজ করতে গিয়ে একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি। তাঁকে বাঁচাতে শিশু বিক্রির চেষ্টা করছি।’
সাংবাদিকদের কাছে ওই নারী দাবি করেন, ‘আমার কাছে এর কোনো বিকল্প নেই।’
ওই নারীর সঙ্গে এক বছর বয়সী একটি এবং আরও দুটি মেয়ে ছিল। তিনি দাবি করেন, গত সপ্তাহে কাজ করতে গিয়ে একটি ভবন থেকে পড়ে যান তাঁর স্বামী। কাজের তত্ত্বাবধায়ক তাঁর স্বামীকে কিছু অর্থ দিয়ে সটকে পড়েন।
তবে ওই নারীর অন্য দুই মেয়ে তাদের ছোট বোনকে বিক্রি করে দেওয়ার বিরোধিতা করেছে। এক মেয়ে দাবি করেছে, দুর্ঘটনার আগেও তাঁর বাবা শিশুটিকে বিক্রির চেষ্টা করেছিলেন। তখন তাদের মা এতে বাধা দেন। কিন্তু এখন তাদের মা শিশুটিকে বিক্রির চেষ্টা করছেন।