প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে রাজ্যপালের আলোচনা

rjনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর ।। ত্রিপুরা রাজ্যের স্বার্থ, সংশ্লিষ্ট বিষয়ে বুধবার রাজভবনে রাজ্যপাল শ্রী পি বি আচারিয়া বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠনের সাথে আলোচনা করেন। রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ সম্প্রতি বিমান পরিষেবার অবনতি নিয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় রাজ্যপালের সাথে আলোচনা করেন। বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় বিমানের জ্বালানীর ভ্যাট আরো কমানো এবং এয়ার ইন্ডিয়ার পরিষেবা আগের মত করার জন্য রাজ্যপালের হস্তক্ষেপ চাইলে রাজ্যপাল শ্রী আচারিয়া এর প্রতি সহমত পোষণ করে। এছারাও বিধায়ক বীরজিৎ সিনহা জওহরলাল নেহেরুর ১২৫ তম জন্ম বার্ষিকীতে কৈলাসহরে একটি সংগঠনের নেয়া বিভিন্ন কর্মসূচিতে রাজ্যপালের শ্রী আচারিয়াকে আমন্ত্রন জানালে ঐ সময় তিনি রাজ্যে থাকলে ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলোচনাকালে কেন্দ্রীয় সরকারের জনকল্যানে যে ১৫/১৬টি প্রকল্প রয়েছে তার সুযোগ নিতেও তাদের অনুরোধ করেন রাজ্যপাল শ্রী পি বি আচারিয়া।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*