সেলেব থেকে সাধারণ, বিয়ের ঝক্কি এখন অনেকেই নিতে চায় না৷ বর্তমান প্রজন্মের অনেকের কাছেই একসাথে থাকার সেরা উপায় লিভ ইন৷
সেই পথেই হাঁটতে চলেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা৷ এমনটাই খবর টিনসেল টাউনে৷
সম্প্রতি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফও লিভ ইন-এর অজুহাতে মুম্বইয়ের কার্টার রোডে একটি বিলাসবহল অ্যাপার্টমেন্টে মাথা গুঁজেছেন৷ ক্যাটরিনাকে দেখেই অনুষ্কা অনুপ্রাণিত হয়েছেন কি না তা জানা নেই৷
তবে সূত্রের খবর ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় কোহলি তাঁর ড্রিম গার্লের সাথে সময় কাটানোর জন্য ভারসোভায় একটি ফ্ল্যাট খুঁজছেন৷ভারসোভাতেই পরিবারের সাথে থাকেন অনুষ্কা৷
এবার বিরাটের সাথে এক ছাদের তলায় থাকার জন্য অনুষ্কাও উঠে পড়ে লেগেছেন৷ বিরাট ও তাঁর অভিনেত্রী বান্ধবী দু’জনেই নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনই রাখঢাক করেননি৷
আর এখন তো ‘খুল্লাম খুল্লাই’ প্রেম করছেন হট কাপল৷ অনুষ্কার পরিবারের সাথেও সম্প্রতি দেখা করেছেন বিরাট৷ ‘বিরাট জামাই’ পেতে কার না ভাল লাগবে? এখানে মিঞা-বিবির সাথে কাজীও রয়েছেন বিনা আপত্তিতেই৷
এখন দেখার বিরাট-অনুষ্কা ‘কোয়ালিটি টাইম’ কাটানোর জন্য কত তাড়াতাড়ি নিজেদের পছন্দসই ‘লাভ নেস্ট’ খুঁজে পান৷ আফটার অল বিরাট-অনুষ্কারও তো বাকিটা ব্যক্তিগত বলে একটা অধ্যায় রয়েছে।