হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর দল থেকে ছিটকে গেছেন মাইকেল ক্লার্ক। তবে তিনি ইনজুরি কাটিয়ে দলে ফিরে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই তার আঘাতের জায়গায় অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ার ফিজিও গণমাধ্যমকে জানিয়েছেন, রিহাব করে নিজেকে ফিট করে তারপরেই দলে ফিরতে হবে ক্লার্ককে। তিনি আগামী সপ্তাহ থেকে রিহাব করতে পারবেন কিনা তা কেবল ক্লার্কই জানেন বলেও মন্তব্য করেন অজি দলের ফিজিও।
তবে পুরো অস্ট্রেলিয়া দলই চায়, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে দলকে সামনে থেকে ক্লার্ক নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি।
চলতি সিরিজের অ্যাডিলেডের টেস্ট ম্যাচের শেষ দিন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন অজি দলের অধিনায়ক। এরপর গত মঙ্গলবার তার সার্জারি করা হয়।ক্লার্ক না থাকায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ স্টিভেন স্মিথ।