আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে ৷৷ মেধা অন্বেষার বর্ষপূর্তিতে সংস্থার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে উদয়পুরের বনবাসী কল্যাণ আশ্রমের ৩৫ জন ছাত্রকে রাজধানী আগরতলার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমন করানো হয়। এদিন ছাত্রদের রাজধানীর হেরিটেজ পার্ক, সচিবালয়, সুকান্ত একাডেমী, এম বি বি কলেজ, আগরতলা রেল স্টেশন প্রভৃতি ভ্রমণ করানো হয় বলে জানা যায়। আগামী দিনেও এধরনের শিক্ষামূলক ভ্রমণ করানো হবে বলে জানান মেধা অন্বেষার রাজ্য কনভেনার মনোজ রায়, উদয়পুরের কনভেনার স্বপ্না দাসগুপ্ত এবং সোনামুড়ার কনভেনার আব্দুল হক প্রমুখ।