জাতীয় ডেস্ক, ০৬ মে ।। সোমবার সকাল থেকেই লোকসভা ভোটের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। এদিন দেশের সাত রাজ্যের ৫১টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। পঞ্চম দফায় এদিন বিহারের ৫টি, জম্মু-কাশ্মীরের ২টি, ঝাড়খণ্ডের ৪টি, মধ্যপ্রদেশের ৭টি, রাজস্থানের ১২টি, উত্তরপ্রদেশের ১৪টি এবং পশ্চিমবঙ্গের ৭টি আসনে ভোট চলছে। এদিন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা ইউ পি এ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বলিউড স্টার তথা প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিন্হার স্ত্রী পুনম সিন্হা, পিডিপি প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর মতো হেভিওয়েটদের ভাগ্য আজ বন্দি হয়ে যাচ্ছে বৈদ্যুতিন ভোটযন্ত্রে। ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন।