‘টিটিপি হামলায় ভারতের সমর্থন আছে’ : পারভেজ মুশাররফ

pstanপাকিস্তান, ১৮ ডিসেম্বর ।। পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাতে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর সমর্থন আছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ।
সিএনএন-আইবিএনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মুশাররফ বলেন, “আপনি কি জানেন কে এই মাওলানা ফজলুল্লাহ? তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কমান্ডার। তিনি আফগানিস্তানে থাকেন। আমি মোটামুটি নিশ্চিত যে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাকে কারজাই সরকার সমর্থন দিয়েছে।”
অভিযোগ করে তিনি বলেন, “এই দুষ্কৃতিকারীদের প্রশিক্ষণ দিয়েছে ভারত।”
পাকিস্তানের সাবেক এ প্রেসিডেন্ট দাবি করেন, “মার্কিন গোয়েন্দা সংস্থা অবশ্যই ফজলুল্লাহর অবস্থান সম্পর্কে জানে।”
জেনারেল মুশাররফ বলেন, “আমাদের কাছে যারা সন্ত্রাসী তারা আপনার দৃষ্টিতেও সন্ত্রাসী হবে। কিন্তু সমস্যাটা হয়েছে- অনেক ক্ষেত্রে আমাদের সন্ত্রাসীরা আপনার কাছে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয় না এবং আপনি তাদেরকে আপনার জন্য সন্ত্রাসী মনে করেন না।”
তিনি বলেন, “মঙ্গলবারের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং গত ১৫ বছর ধরে এ অঞ্চলে যা ঘটছে তারই ধারাবাহিকতা।”
গত মঙ্গলবারের তালেবান হামলায় ওই স্কুলের ১৩৩ শিশুসহ ১৫১ জন মারা গিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*