বাঁশকরুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের শিকার এক যুবক

IMG-20190510-WA0080-01বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ মে ।। বনে বাঁশকরুল সংগ্রহ করতে গিয়ে বন্যজন্তুর দ্বারা আক্রমনের স্বীকার হলো এক যুবক। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ২ ঘটিকায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত দেবীপুর ব্রক্ষাটিলা নামে গভির জঙ্গলে দুর্ঘটনার স্বীকার হয় সুপায়ন চাকমা (৩২) নামে এক যুবক। জানা যায়, ঐ যুবকটি অমরপুর মহকুমার নতুন বাজারের বাসিন্দা। যুবকটি ওর দুই বন্ধুর সঙ্গে এই অজানা জঙ্গলে বাঁশকুরুল সংগ্রহ করতে এসেছে বলে জানা যায়। সুপায়নের দুই বন্ধু পুনজয় চাকমা ও সুভ্রজয় চাকমা। তিন বন্ধু একই জঙ্গলে প্রবেশ করে বাঁশকরুল সংগ্রহ করতে গিয়ে একে অপরের থেকে আলাদা হয়ে পরে। সুপায়ন চাকমার একাকিত্বের সুযোগ পেয়ে ঐবনের একটি ভালুক ওর উপর চওড়া হয় বলে জানা যায়। ভালুকের আঘাতে গুরুতর জখম হয়ে জঙ্গলের মধ্যে লুটিয়ে পরে সুপায়ন। বন্যজন্তুর দ্বারা আক্রমনের স্বীকার হয়ে সুপায়নের আত্মনাদ শুনতে পেয়ে ছুটে আসে ওর দুই বন্ধু ও এলাকাবাসী। সঙ্গে সঙ্গে সুপায়নকে এলাকাবাসী ও দুইবন্ধু মিলে শান্তির বাজার জেলা হাসপাতলে নিয়ে আসেন। সুপায়ন চাকমা বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। এই ভাবে হঠাৎ করে বন্যজন্তুর আক্রমনে ঐ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*