গোপাল সিং, খোয়াই, ২১ মে ৷৷ খোয়াই জাম্বুরা জব্বরটিলা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় ভাংচুর করা হয় খোয়াই বিদ্যুৎ নিগমের অফিস। জানা যায়, রবিবার সন্ধ্যায় খোয়াই জাম্বুরা জব্বরটিলা এলাকায় প্রায় ১ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় এলাকার কিছু দুষ্কৃতিকারী খোয়াই বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে বিদ্যুৎ কর্মীদের উপর হামলা চালায়। পাশাপাশি অফিসের আসবাপত্র ভাংচুর করা হয়। এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে সোমবার সকাল থেকে বিদ্যুৎ কর্মীরা তাদের কাজ বন্ধ রাখে। এই ঘটনার পরিপেক্ষিতে খোয়াই থানায় একটি মামলা দায়ের করা হয় বলে জানা যায়।