নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ।। গত ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৩৩ শিশুসহ ১৫১ জন মারা গিয়েছে। আহত হন আরো শতাধিক। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জঙ্গিরা পেশোয়ার শহরের আর্মি পাবলিক স্কুলে হামলা চালায়। এ সময় সেখানে ৫শ’র বেশি শিক্ষার্থী ও কর্মকর্তা ছিলেন। ঘটনার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান। সাত সদস্যের জঙ্গির একটি দল স্কুলটিতে হামলা করে। অনেক প্রত্যক্ষদর্শীর কথায় উঠে আসছে একের পর এক গা ছমছম করা ঘটনার বিবরণ। একের পর এক ক্লাসরুমে ছুটে গিয়ে জঙ্গিরা শিশুদের নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এ ধরনের কাপুরুষোচিত হামলার প্রতিবাদে পাকিস্তান সহ সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।
এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ গোটা বিশ্বের সাথে রাজ্যের জনগন। পেশোয়ারে নিহত স্কুল ছাত্রদের স্মরণে এবং ছাত্রদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাল AGMC-র ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার মোমবাতি হাতে কলেজ ভবনের সামনে থেকে প্রায় ২১২ জন মেডিকেল ছাত্র-ছাত্রীরা বিকেল 5 টায় র্যালি করে গভর্নর হাউস-র কাছাকাছি গান্ধী মূর্তি প্রঙ্গনে এসে দুই মিনিট নীরবতা পালন করে। AGMC-র ছাত্র-ছাত্রী ছাড়াও র্যালিতে অংশ নেয় AGMC-র অধ্যক্ষ ডাঃ কে কুন্ডু সহ ডাঃ জয়ন্ত রায়।