আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে ।। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হল দুই নেশাকারবারীকে। জানা যায়, বুধবার বেলা ২টা নাগাদ এস ডি পি ও, কাঞ্চনপুর এস আই মিকা ডার্লং কাঞ্চনপুর বাজারে দু’জনকে আটক করে। জানা যায়, তাদের কাছ থেকে ৫১২টি ইয়াবা ট্যাবলেট সহ কিছু হিরোইন আটক করে পুলিশ। পুলিশ জানায়, তাদের সঙ্গে থাকা আরো তিন-চার জন ড্রাগ ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে এন ডি পি স অ্যাক্ট অনুযায়ী কাঞ্চনপুর থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়। আগামীকাল তাদেরকে ধর্মনগর আদালত পাঠানো হবে বলে জানা যায়।