জাতীয় ডেস্ক, ২৩ মে ।। গণনা কেন্দ্রে ই ভি এম’র ভোট গণনার পরে ভি ভি প্যাট যন্ত্রের কাগজের স্লিপ গোণা শুরু হবে বলে জানিয়েছেন উপ নির্বাচন কমিশনার উমেশ মিশ্র। তিনি বলেন, তারপরে দুটি যন্ত্রের ভোটের সংখ্যা মিলিয়ে দেখা হবে কোথাও কোনও অসামঞ্জস্য রয়েছে কি না। ভোট কেন্দ্র পিছু পাঁচটি করে বুথের ই ভি এম আর ভি ভি প্যাটের ফল মেলানো হবে। এই পাঁচটি বুথ বাছাই করা হবে লটারির মাধ্যমে। ফলে বৃহস্পতিবার ভোটগণনা প্রক্রিয়া কিছুটা দেরি হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগণনা প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেলের মধ্যেই ইভিএমে ভোট গণনার কাজ শেষ হয়ে যেতে পারে। কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণার পথে বাধা হয়ে দাঁড়াবে ভিভিপ্যাট গণনাই। যে বুথের ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দেবে, সেখানেই ভিভিপ্যাট গণনা করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। ফলে কিছুটা পিছতে পারে ফলঘোষণাও।