গোপাল সিং, খোয়াই, ২৪ মে ৷৷ খোয়াই-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে এ বি ভি পি ছাত্র সংগঠন। শুক্রবার বিকেল ৫টা থেকে পথ অবরোধে বসে এ বি ভি পি ছাত্র সংগঠন। জানা যায়, লোকসভা নির্বাচনে বিজেপি’র জয় নিয়ে শুক্রবার খোয়াই দশরথ দেব মহাবিদ্যালয়ে এ বি ভি পি ছাত্র সংগঠন এক আলোচনায় বসে। আলোচনা শেষে কলেজ ক্যাম্পাসের মধ্যে বিকেল ৩টায় কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রাজকমল দত্ত সহ ৫-৬ জন এ বি ভি পি ছাত্র সংগঠনের খোয়াইয়ের বিস্তারক অনল সরকারের উপর আক্রমণ চালায় এবং মারধর করে বলে অভিযোগ। জান যায়, বর্তমানে অনল সরকারকে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরে খোয়াই মহকুমা পুলিশ সৌরভ সেন ঘটনাস্থলে গেলে সন্ধ্যা ৭তার পর অবরোধ প্রত্যাহার করে এ বি ভি পি ছাত্র সংগঠন।