১৮৫ জনকে অপহরণ করেছে বোকো হারাম

bokaনাইজেরিয়া, ১৯ ডিসেম্বর ।। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার এক গ্রাম থেকে নারী ও শিশুসহ ৩২ জনকে হত্যা ও কমপক্ষে ১৮৫ জনকে অপহরণ করেছে কট্টরপন্থী সংগঠন বোকো হারাম।
স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার এ খবর জানিয়েছে আরব নিউজ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তারা জানান, গত রবিবার বর্নো প্রদেশের গুমসুরি নামের এক প্রত্যন্ত গ্রামে হামলা চালায় বোকো হারাম। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং ওই এলাকার নেতৃস্থানীয় লোকজনের সঙ্গে কথাবার্তা বলে অপহৃতদের এই সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়েছে স্থানীয় সরকার। রবিবার এ আক্রমন হলেও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় তিন দিন পর এই অপহরণের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।
বোকো হারামের বন্দুকধারী জঙ্গিরা ওই গ্রামের ঘরবাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে গ্রামের অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলেও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এ হামলার দায় স্বীকার করেনি বোকো হারাম। তবে নাইজেরিয়ায় তারাই সাধারণত এসব সন্ত্রাসী হামলা চালিয়ে থাকে। দেশটিতে গত পাঁচ বছর ধরে চলা বোকো হারামের বিদ্রোহে ১৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ১৫ লাখ মানুষ গৃহহীন হয়েছে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে বোকো হারাম দুই শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল। তাদেরকে এখনো উদ্ধার করতে পারেনি নাইজেরিয়া সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*