বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ

IMG-20190603-WA0011-01বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুন ।।
গত শনিবার শান্তিরবাজারের এস ডি পি ও নির্দেশ দেবের নেতৃত্বে বাইক চোরকে খোজতে গিয়ে ছোট শাখবাড়ী এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়অস্ত্র। তার সঙ্গে তিন জনকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে একজন পূর্বে জেল পলাতক আসামী ছিলো। ওর নাম ছিলো স্বর্ন ত্রিপুরা। স্বর্ন ত্রিপুরা জেল থেকে পালিয়ে ছদ্মবেশে অমিত ত্রিপুরা নামে বেশ আরামে জীবন জাপন করছিলো। এই তিন জন কে আটক করে জিজ্ঞাসাবাদের পর সোমবার পুনরায় বরসড় সাফল্য অর্জন করলো পুলিশ। সোমবার সকাল আনুমানিক ৭টায় ঘটনার তদন্তে পূর্বের স্থানে বাহাদুর ত্রিপুরাকে নিয়ে গিয়ে বিপুল পরিমানে আগ্নেয়অস্ত্র উদ্ধার করলো পুলিশ। তদন্তের মধ্যদিয়ে জানা যায়, বাহাদুর ত্রিপুরা বাংলাদেশের বাসিন্দা ও পেশায় সে ইঞ্জীনিয়ার। স্বর্ন ত্রিপুরা বাহাদুর ত্রিপুরা কে বাংলাদেশ থেকে নিয়ে এসে তিন জনে মিলে অস্ত্র বানানোর কাজ শুরু করে। স্বর্ন ত্রিপুরা, জন্মরাম ত্রিপুরা ও বাহাদুর ত্রিপুরা এই তিনজন হলো জেল পলাতক আসামী। এর মধ্যে পুলিশ বাহাদুর ত্রিপুরা ও স্বর্ন ত্রিপুরাকে আটক করতে সক্ষম হয়েছে। জানা যায়, জন্মরাম ত্রিপুরা পলাতক। পুলিশ তাদের এক সহকর্মীকেও আটক করেছেন। বর্তমানে এই অস্ত্র কারবারীদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছ পুলিশ। এই অভিযানে ঘটনাস্থল থেকে ৩টি ৯ এম এম পিস্তল, ২৩টি এস এল আর লাইভ রাউন্ড, ১৬৭টি ৯ এম এম খালি খোকা, ৫টি এস এল আর এর খালি খোকা, ৬টি এস এল আর এর বুলেট হেড, ১টি বন্ধুক বানানোর ওয়েলডিং মেশিন, ১টি বন্ধুক বানানোর টুলবক্স, ৮টি বেরেল, ওয়েলডিং পার্টস ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে পুলিশ। বর্তমানে অস্ত্র কারবারীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের ধারনা হয়তোবা জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য উঠে আসতে পারে। এই সকল অস্ত্র উদ্ধারের পর সমগ্র এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। সকলে এস ডি পি ও নির্দেশ দেবের এই অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন।IMG-20190603-WA0017-01

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*