আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ।। পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন রাজ্যের বাদ্যযন্ত্র শিল্পী থাংগা ডার্লং। মঙ্গলবার রাজ্যের পদ্মশ্রী প্রাপক রশেম বাদক থাংগা ডার্লং পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন।
উল্লেখ্য, রশেম বাদ্যযন্ত্রের জন্য রাজ্যের বাদ্যযন্ত্র শিল্পী থাংগা ডার্লং পদ্মশ্রী পুরস্কার পেয়েও অসুস্থতার জন্য এবং টাকার জন্য দিল্লী গিয়ে রাষ্ট্রপতির হাতে পুরস্কার নিতে পারেন নি৷ অবশেষে মঙ্গলবার তা গ্রহন করলেন তিনি।