অবশেষে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন রাজ্যের রশেম শিল্পী থাংগা ডার্লং

IMG-20190604-WA0074-01আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ।। পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন রাজ্যের বাদ্যযন্ত্র শিল্পী থাংগা ডার্লং। মঙ্গলবার রাজ্যের পদ্মশ্রী প্রাপক রশেম বাদক থাংগা ডার্লং পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন।
IMG-20190604-WA0077-01উল্লেখ্য, রশেম বাদ্যযন্ত্রের জন্য রাজ্যের বাদ্যযন্ত্র শিল্পী থাংগা ডার্লং পদ্মশ্রী পুরস্কার পেয়েও অসুস্থতার জন্য এবং টাকার জন্য দিল্লী গিয়ে রাষ্ট্রপতির হাতে পুরস্কার নিতে পারেন নি৷ অবশেষে মঙ্গলবার তা গ্রহন করলেন তিনি।IMG-20190604-WA0073-01

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*