বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ও ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত দুই বছর ধরে কমার পর চলতি বছরে পিসি বিক্রি তুলনামূলকভাবে বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান দু’টির প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমেরিকা ও ইউরোপের মতো উন্নত বাজারগুলোয় পিসির চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণেই বিক্রি ত্বরান্বিত হয়েছে। ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসের কারণে পিসি বিক্রি ক্রমান্বয়ে কমতে ছিল। তবে সম্প্রতি ব্যবসায় খাতে পণ্যটির চাহিদা আবার বাড়ছে। পিসি ব্যবসায়কে টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সংস্করণের নতুন নতুন পিসি বাজারে আনতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ক্রোমবুক। গুগলের এ পণ্যটি ক্রোম অপারেটিং সিস্টেমে চলে। এটি মাত্র ১৯৯ ডলারে বাজারে পাওয়া যাচ্ছে। কম দামের কারণেই পিসি বিক্রি বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। এর আগে লোকসানের পাল্লা ভারী হওয়ায় অনেক প্রতিষ্ঠান পিসি ব্যবসায় থেকে বেরিয়ে এসেছে। তবে কিছু প্রতিষ্ঠান বাজারব্যবস্থা পরিবর্তনে চেষ্টা চালিয়ে যায়। বাজার বিশ্লেষকদের মতে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এ চেষ্টা এবার অনেকটাই সফল হয়েছে। মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো পিসিভিত্তিক অনেক সেবা বাজারে আনছে। অপারেটিং সিস্টেমেও বেশ কিছু পরিবর্তন আনছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলোর পিসিভিত্তিক নতুন নতুন সেবা দেশটিতে পিসি বিক্রি ত্বরান্বিত করেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। কম দামের পিসি সংস্করণগুলো বিক্রি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ট্যাবলেটের একটি অতিরিক্ত সুবিধা হচ্ছে এটি সহজে বহন করা যায়। এ ধরনের বিবিধ সুবিধার কারণেই পিসির বাজার দখল করে নিচ্ছিল ট্যাবলেট। বাজার বিশ্লেষকদের মতে, অল্প হারে বাড়লেও অদূর ভবিষ্যতে পিসি বাজার আবারো জনপ্রিয় হতে পারে।