BSF-র হস্তক্ষেপে ফেন্সি বোঝাই লরি আট

bsfচুড়াইবাড়ী প্রতিনিধি, ১৯ ডিসেম্বর ।। আবারও ৪৪ নং জাতীয় সড়কের চুড়াইবাড়ী এলাকায় ফেন্সি বোঝাই লরি আটক করল BSF । গোপন সূত্রে খবরের ভিত্তিতে পানিসাগরস্থিত ১৫৯ বেটেলিয়নের BSF জোয়ানরা NL02L 8209 নম্বরের ১২ চাকার লরিটি আটক করে। জানাযায়, গভীর রাতে ত্রিপুরায় প্রবেশের পূরবেই আসাম-চুড়াইবাড়ী গেইটে আশা মাত্র লরিটি আটক করে প্রায় ১০ হাজার ফেন্সিডিল উদ্ধার করে BSF । উদ্ধারকৃত ফেন্সিডিল গুলোর বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। আসাম এস্কসাইজ অফিসের কর্মীদের নিয়ে অপারেশান সম্পূর্ণ করে ১৫৯ বেটেলিয়নের BSF জোয়ানরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*