আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ প্রয়াত রাজ্যের বিশিষ্ট সাংবাদিক অনিমেষ দত্তের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করলো সাংসদ প্রতিমা ভৌমিক ও বিধায়ক রতন চক্রবর্তী। শুক্রবার প্রয়াত সাংবাদিক অনিমেষ দত্তের বাসভবনে গিয়ে তাঁর পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করেন তারা। পাশাপাশি ২০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন সাংসদ প্রতিমা ভৌমিক ও বিধায়ক রতন চক্রবর্তী। সে সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার।
উল্লেখ্য, ২রা জুন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শিলচরে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন স্যন্দন পত্রিকার প্রবীণ সাংবাদিক অনিমেষ দত্ত। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৪৮ বছর।