গুগলে ‘সেক্স’ শব্দটি অনুসন্ধানের ক্ষেত্রে কোনো দেশের অবস্থানবিষয়ক বাংলাদেশের নাম উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে।
এক্ষেত্রে চলতি বছর বাংলাদেশের অবস্থান তৃতীয়। শ্রীলঙ্কা প্রথম এবং ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে।
গুগলের প্রতিবেদন অনুযায়ী দেশের অবস্থানবিষয়ক তালিকা করতে প্রথমে কোনো দেশের নির্দিষ্ট শব্দের অনুসন্ধান কতটা করা হয় এর তথ্য নেওয়া হয়।
এর ওপর ভিত্তি করে ওই দেশে নির্দিষ্ট শব্দটি অনুসন্ধানের মান দেওয়া হয়। পরে সব দেশের পাওয়া নাম একসাথে নিয়ে তৈরি হয় তালিকা।
‘সেক্স’ শব্দটি অনুসন্ধানের ক্ষেত্রে দেশের অবস্থানের তালিকা করতেও এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।