আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ শিক্ষামূলক সেমিনারের আয়োজন করলো রাজ্যের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অব সায়েন্স। সোমবার রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে স্কুল অব সায়েন্স আয়োজিত শিক্ষামূলক সেমিনারের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী জায়া তথা সমাজকর্মী নীতি দেব। এদিন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন তিনি। সমাজকর্মী নীতি দেব বলেন, প্রত্যেক ছাত্রছাত্রীদেরকেই নিজেদের লক্ষ্য ঠিক রেখে সঠিক দিশায় এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ছাত্রছাত্রীদের লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও সেই দুর্বলতা দূর করে এগিয়ে যেতে পারলেই স্বপ্ন হাতের মুঠোয় ধরা দেবে। এদিন মুক্তধারা অডিটরিয়ামে স্কুল অব সায়েন্সের শিক্ষামূলক সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মানস পাল, স্কুল অব সায়েন্সের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ।