দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ ডিসেম্বর ।। সভ্যতার অগ্রগতির উদাহরন বহু আগেই পৌঁছে গেছে বাবুদের হেঁসেলে। চোঙা চুলা বিলুপ্ত হয়েছে কয়েক যুগ আগে। রান্নাঘরের লাকড়ির জায়গা দখল করেছে গ্যাস সিলিন্ডার, কোথাও গ্যাস লাইন। রান্নাঘরে রান্নাঘরে গ্যাসের দাপাদাপির যুগে এখনো যারা আর্থিক ভাবে অসচ্ছল সেই সব মানুষরা গোবর কে নানা ভাবে ব্যবহার করে শুকিয়ে জ্বালাচ্ছেন। শহরতলির ইন্দ্রনগরে হঠাৎ কলোনি এলাকার বহু পরিবারের উদরপূর্ত্তির সংস্থান হচ্ছে গোবরের আগুনে। ইন্দ্রনগরে হঠাৎ কলোনির যে ঘর গুলোতে গোবরের আগুন জ্বলছে সেখানে গ্যাসের আগুনের মূল প্রতিবন্ধক আর্থিক অসচ্ছলতা। সাধ আছে সাধ্য নেইয়ের বাস্তবতা।